বরিশালে সকাল ১১ টার দিকে বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ,বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সম্পাদক আলমগীর খান আলো, বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুল আলম নুরু,বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধাক্ষ মজিবুল হক সহ অন্যরা।
যুব গেমস এর উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন , খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনেক এগিয়ে নিয়ে গেছেন খেলোয়াররা।তিনি শিক্ষা,জ্ঞান চর্চার পাশাপাশি আগামী দিনে খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করার আহবান জানান খেলোয়ারদের।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বক্সিং ফেডারেশেনের সদস্য আঃ কুদ্দুস। তিনি এ সময় ভালো খেলোয়ারদের তালিকা তৈরীর পরামর্শ দিয়ে বলেন,অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো জানান, তৃনমুল থেকে ক্রিড়াবিদ খুঁজে বের করে আনার লক্ষে দেশে প্রথম বারের মতো যুব গেমস এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।
উদ্বোধনী দিনে বরিশাল, ভোলা, বরগুনা ও ঝালকাঠীর ৪৯ বালক ও ৫৩ বালিকা অ্যাথলেটিকস খেলায় অংশ নেয়।
বিভাগীয় পর্যায়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।
বরিশাল নিউজ/শামীম