বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিভাগীয় ক্রিকেট সংস্থার সদস্য আসাদুজ্জামান খসরুকে গতরাতে গ্রেপ্তার করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ।
খসরুর পরিবার থেকে অভিযোগ করা বলা হয়েছে, রাত ১২ টার দিকে দরজায় নক করলে খসরুর স্ত্রী ছেলে এসেছে ভেবে দরজা খুলে দেন। এ সময় প্রায় ২০/২৫ জন সাদা পোশাকধারী লোক তাকে সরিয়ে দ্রুত বাসায় ঢুকে পরেন। এবং কোন কথা না বলে জোর করে খসরুকে গাড়ীতে তুলে নিয়ে যায়। র্যাব তাদের তুলে নিয়েছে বলে তারা আশংকা প্রকাশ করে রাতেই সাংবাদিকদের খবর দেন।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় যোগাযোগ করা হলে ওসি শাহ মো আওলাদ হোসেন বলেন, র্যাব নয়, মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানায় সোপার্দ করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেন তিনি। তবে কী অভিযোগ রয়েছে তা বলেননি ওসি আওলাদ। আসাদুজ্জামান খসরু বেশ কয়েক বছর ধরে কোন রাজনীতির সাথে জড়িত নেই বলে জানিয়েছেন তার পরিবার । তিনি ক্রিকেট এবং তার ইট ভাটার ব্যবস্যা নিয়ে আছেন বলে জানানো হয়। বরিশাল নিউজ/এমএম হাসান