আগামী ৪ ফেব্রয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে। বরিশাল জিলা স্কুল মাঠে চলছে সমাবেশের মঞ্চ তৈরীর কাজ। বৃহস্পতিবার, ২ ফেব্রয়ারি দুপুরে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলাসহ বিএনপি নেতৃবৃন্দ বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো এবং সরকারের দমননীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি এই সমাবেশ ডেকেছে বলে জানায়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক নুরুল আমিন, জেলা যুবদল সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার