কারাগারে থাকা বিএনপির নেতা কর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানোসহ ১০ দফা আদায়ের দাবিতে আগামী ৪ ফেব্রয়ারি বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বরিশাল মহানগর শ্রমিকদল এই সমাবেশ সফল করার লক্ষে বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি প্রস্তুতি সভা করেছে।
মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রস্ততি সভার প্রধান অতিথি মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বক্তৃতা করেন। তারা শ্রমিক দলের উদ্দেশ্যে বলেন, “এই নিশিরাতের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠের আন্দোলনে আছে। আমরা এই ভোটারবিহীন সরকারের পতন না হওয়া পর্যন্ত আর রাজপথ থেকে সরে যাব না।
পরে তারা লিফলেট বিতরণ করেন। এসময় তাদের সাথে যোগ দেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্বজামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হয়দার বাবুল, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড শ্রমিকদল নেতৃবৃন্দ।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার