February 14, 2023

বরিশালে বসন্ত বরণ

 

বসন্ত মানে ফুলের রাজ্য। আর সেই ফুলে ফুল আর হলুদ পোশাকে সাজা উচ্ছল তারুণ্য। প্রতি বছর এমন দৃশ্য দেখতে বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ছুটে যান অনেকে। সেখানে বর্ণাঢ্য আয়োজন হয় বসন্ত বরণে।

 

ওই কলেজের পলাশ অনেক দূর থেকে আকৃষ্ট করে মানুষকে। আর ক্যাম্পাসের ভিতরের ছাত্রীদেরতো কথাই নেই।  বসন্ত উৎসব ঘিরে দিনব্যাপী তাদের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে সবাইকে। বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকগণ অংশ নেন এসব অনুষ্ঠানে।

নগরীর জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্ত বরণ উৎসবের আয়োজন হয় বিকাল থেকে। সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’এই আয়োজন করে।

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা  একাডেমির আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার