December 16, 2022

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নগরীতে আওয়ামী লীগ ও বিএনপি  মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে।

 দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যামে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় । এরপর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। সকাল ১০টায়  উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি । র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামন ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর পুষ্পস্তবক অর্পনে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন।

এদিকে মহানগর ও জেলা আওয়ামী লীগ, মহানগর ও জেলা বিএনপি, বিভাগীয় প্রশাসন, জেলা  প্রশাসন, ও পুলিশ প্রশাসন শ্রদ্ধার সাথে দিবসটি পালন করে।

সকালে সূর্যদয়েরর সাথে সাথে পুলিশ লাইনে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুরু হয়।  প্রথমে জেলা প্রশাসক দপ্তর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্বে বিভাগীয় কমিশনার,ডি.আই.জি, পুলিশ কমিশনার, বরিশাল জেলা পুলিশ সুপার, বরিশাল জেলা প্রশাসন, শহীদ বেদী ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে।

বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল দশটায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মুর‌্যালে  বিসিসি মেয়রের পক্ষে প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পরই জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেখানে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসাইন।

পরে জেলা ও মহানগর  শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপি, এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সহ উত্তর জেলা বিএনপি যৌথভাবে দলীয় কার্যালয় থেকে আহবায়ক মনিরুজ্জামান খানের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়া মাহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান।

অন্যদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ম কির্তনখোলা নদীতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়।

বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার