বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ট্রলার চালক জাহিদ মুন্সী ও তার সহযোগী সাব্বির হোসেন। আহতদের প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯শেবাচিম) ভর্তি করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় বৃহস্পতিবার রাতে জাহিদ মুন্সিকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের কালিজিরা ব্রিজ সংলগ্ন খেয়াঘাট থেকে মুরগীর খাবার নিয়ে ট্রলারযোগে তারা ভোলার লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বজ্রপাতে জাহিদ মুন্সী ও সাব্বির আহত হন। শেবাচিমের চিকিৎসকেরা জানিয়েছেন, জাহিদের অবস্থা আশংকাজনক। তিনি (জাহিদ) ঝালকাঠির রাজাপুর উপজেলার সাকুরিয়া গ্রামের সিদ্দিক মুন্সির পুত্র।
বরিশাল নিউজ/শামীম