বঙ্গবন্ধু ১০৩ তম জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে বরিশাল জেলা প্রশাসন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটার পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় এ সব অনুষ্ঠানে।
বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান এর নেতৃত্বে সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি করে বঙ্গবন্ধু উদ্যানে যায়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশালসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে সেখান থেকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার