বরিশাল বিভাগে ২০২৩ সালে দুই কোটি ১৪ লাখ ২২ হাজার ১৯২টি বই বিতরণ করা হবে। তবে সব বই না আসায় অনেক ক্লাসে বই বিতরণ করা হয়নি। বই উৎসব করতে পারেনি এসব ক্লাসের শিক্ষার্থীরা। দুই সপ্তাহের মধ্যে সব বই এসে পৌঁছুবে বলে জানায় শিক্ষা অধিদপ্তর।
বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে সকাল সাড়ে ৯টায় বই তুলে দেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার