এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১ টায় । এবার বরিশাল বোর্ড থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬২ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩০ হাজার ৭৮৭ জন ছাত্র এবং ৩২ হাজার ১৭৭ জন ছাত্রী। ১২৫ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন কুমার গাইন বলেন পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ১১ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া বি এম কলেজের শিক্ষকদের নিয়ে ৬ টি, প্রতিটি জেলায় ৫ টি এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে একাধিক টিম গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, এবার জেলা পর্যায়ে একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও প্রশ্নপত্র খোলার সময় উপস্থিত থেকে তদারকি করবেন।
বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার