বরিশালে নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে দার্শনিক আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি কমপ্লেক্স। প্রস্তাবিত কমপ্লেক্সটির নকশাটি প্রণয়ন করেছেন স্থপতি তারিকুল ইসলাম।
এই স্মৃতি রক্ষার অন্যতম পুরোধা হচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনএবং আরজ আলী গবেষক বিশিষ্ট সাংবাদিক, লেখক আইয়ুব হোসেন।
বরিশাল প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়,১৯৭ শতাংশ জমির উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের নকশা প্রস্তাব করছে জনবিজ্ঞান ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে আরজ আলী ট্রাষ্টি বোর্ডকে নতুন করে গঠনের প্রস্তাব করা হয়। পাশাপাশি আরজ আলী মাতুব্বরের বই এর রয়েলেটি পাওয়ার বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হয়।
আরজ আলীর স্মৃতি সংরক্ষণ ও সজীব রাখতে এবং তার দর্শন চর্চাকে বেগবান করার জন্য তার বসতবাটি এবং তার প্রতিষ্ঠিত আরজ মঞ্জিল লাইব্রেরি নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনবিজ্ঞান ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক আলম রায়হান, যুগ্ম সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।
বরিশাল নিউজ/এমএম হাসান