বরিশাল মেট্টোপলিটন এলাকায় গত চার বছরে ডাকাতি, দস্যুতা, খুন, অপহরন ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলাগুলোর অভিযোগপত্র দাখিলের শতকরা হার বেড়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন । পাশাপাশি চুড়ান্ত রিপোর্ট দাখিলের হার ক্রমান্বয়ে কমেছে বলেন তিনি। তবে এই সময়ে নারী নির্যাতনের অভিযোগ বেড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন,২০১৫ সালে নারী নির্যাতনে অভিযোগপত্র দাখিলের হার ছিল ৭৮.৭০%,২০১৬ সালে ৮১.৩৭%,২০১৭ সালে ৮৪.৫২% এবং ২০১৮ সালে এ পর্যন্ত ৮১.৩৭% ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন এর বদরীজনিত বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তার দায়িত্বকালে বরিশালে একটি ডাকাতি হয়েছে। যা নিস্পত্তির পথে আছে। ১০টি দস্যুতার মামলা দায়ের হয়েছে। যার চার্জশীট দাখিল শতভাগ করা হয়েছে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের অফিসার্স কোয়াটারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার গোলাম রউফ মিয়া, মোয়াজ্জেম হোসেন ভূঞা, উত্তম কুমার পাল।
বরিশাল নিউজ/এমএম হাসান