বরিশালে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। তবে পণ্যের দাম বেশি জানিয়ে কোন ডিলার পন্য বিক্রি করতে রাজি হয়নি। একারনে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় নগর ভবনের সামনে পন্য বিক্রি শুরু করেছে ।
প্রাথমিক ভাবে তারা চিনি ৫৫, সয়াবিন তেল ৮৫, মুসুর ডাল ৫৫, ছোলা বুট ৭০,খেজুর ১২০ টাকা দরে বিক্রি করেছে। টিসিবি অফিস জানায়,বরিশাল নগরীতে ৩৯ জনসহ বিভাগে মোট ১২৩ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে ।
বরিশাল নিউজ/শামীম