বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মুন্সিগঞ্জের টংগিবাড়ীর বাদশা ঢালি (৬৫)।
কোতয়ালি মডেল থানার এসআই জাকির জানান,পরিচয় সনাক্ত কিংবা নিখোঁজ সম্পর্কে তথ্য দিতে এলাকায় মাইকিং করা হচ্ছে। কিন্তু তথ্য দিতে আসছেননা কেউ। ধারণা করা হচ্ছে ট্রলার যাত্রীরা দূর থেকে মাহফিলে আসায় তাদের পরিচয় পাওয়া যাচ্ছেনা।
উল্লেখ্য, চরমোনাই মাহফিলে যোগ দিতে যাওয়া মুসল্লীদের পরিবহনকারী একটি ট্রলার বুধবার, ৭ মার্চ দুপুরে বরিশাল লঞ্চঘাটে নোঙ্গর করা একটি লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুইজনের মৃতদেহ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে তিনজনের এবং বিকালে চারটার দিকে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন এসআই জাকির।
বরিশাল নিউজ/এমএম হাসান