February 12, 2023

বরিশালে জেলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

 

বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও মুলদাী উপজেলা ও পৌর কমিটি ঘোষণার প্রতিবাদে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল,  কুশপূত্তলিকা দাহ, প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

 

বরিশাল নগরীতে বিএনপি অফিসের সামনে শনিবার বেলা ১১ টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন।

 

পরে তারা সংবাদ সম্মেলন করে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ঘোষিত কমিটি প্রত্যাখান করে তাদেরকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন।

 

তাদের অভিযোগ অর্থ বানিজ্য করে  ১/১১র ও জাতীয় পার্টির ধর্ণাঢ্য ব্যবসায়ীদের দিয়ে এই কমিটি করা হয়েছে।

বরিশালে বিএনপি আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

অপরদিকে বরিশালের মুলাদী উপজেলা ও পৌর কমিটিতে এলাকার বিচ্ছিন্ন ও ঢাকাবাসীদের নিয়ে রাতের আধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আহবায়ক কমিটি প্রকাশ করায় পদবঞ্চিত বিএনপি নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে মুলাদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটি প্রত্যাখান করে পরে তারা উপজেলায় আহবায়ক ও সদস্য সচিবের ছবিতে গলায় জুতার মালা পড়িয়ে ঝাড়ু মিছিল করে।

 

গৌরনদী ও আগৈলঝাড়া একাধিক মামলার আসামী ও পদবঞ্চিত বিএনপি নেতা কর্মীরা লিখিতভাবে অভিযোগ করে বলেন, বর্তমানে সুষ্ট নিরপক্ষ নির্বাচনসহ ১০ দফার আনন্দোলনকে বাধাগ্রস্থ করতে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ১/১১ কুশীলব ও তাদের দোষররা বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল ষড়যন্ত্র করেই মোটা অংকের টাকার বানিজ্যের বিনিময়ে প্রকাশ্য কমিটি ঘোষণা না করে গভীররাতে ফেসবুকের মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন।

 

তারা আরও অভিযোগ করে বলেন, ১/১১ পর থেকে অধ্যবধি নিজ এলাকায় শুধু অনুপস্থিতই নয়, তারা দলছুট সুবিদাবাদি-ঢাকার বাসিন্দা।

 

তারা বলেন গৌরনদী উপজেলা আহবায়ক করা হয়েছে সৈয়দ সরোয়ার আলম নামের একজনকে যিনি অসুস্থ ও বৃদ্ধ। তিনি একসময় জাতীয় পার্টির সাবেক মন্ত্রী রুহুল আমিনের এপিএস ও জাতীয় পার্টির নেতা ও চরিত্রহীন লম্পট হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। এছাড়া তিনি গত ১৭ বছরে একদিনের জন্য এলাকার মাঠিতে পা রাখেননি।

 

বিক্ষোভকারীরা আরো অভিযোগ করে বলেন সৈয়দ সরোয়ারের ছোট ভাই প্রবাসী ধর্ণাঢ্য ব্যক্তি।  তার কাছ থেকে উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল মোটা অংকের টাকার সুবিদা গ্রহন করে আহবায়ক ও সদস্য সচিবের পদ বিক্রি করে দিয়েছেন।

 

অপরদিকে দিকে আগৈলঝাড়া উপজেলা কমিটিতে যাকে আহবায়ক করা হয়েছে তিনি বৃদ্ধ ও অসুস্থ। আর যাকে সদস্য সচিব করা হয়েছে ঢাকার এক ব্যবসায়ী বসির আহমেদ পান্না পান্না গত ২০ বছরে আগৈলঝাড়াবাসী তাকে দেখা দুরের কথা আমরা যারা মাঠে বিএনপির হয়ে কাজ করি তারে কখনো দেখি নাই।

 

আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল দলের দায়িত্ব পাওয়ার পর থেকে সংঘঠনকে শক্তিশালী না করে স্বীয় স্বার্থ হাসিলে সবচেয়ে বেশী মনোযোগী ছিলেন বলে তারা অভিযোগ করেন।

 

নগরীতে ঝাড়- মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া বিএনপি নেতা এইচ.এম আফজাল হোসেন, গৌরনদী বিএনপি নেতা মঞ্জুর হোসেন মিলন, বিএনপি নেতা ও সাংবাদিক ডাঃ মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী ছাত্রদল নেতা রুবেল গোমস্তা, আগৈলঝাড়া ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ রাসেল হাওলাদার, যুবদল নেতা বাচ্চু সিকদার, যুবদল নেতা হেমায়েত উদ্দিন, যুবদল নেতা আরিফুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।

 

এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা না হলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, দল থেকে পদত্যাগসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা।

 

গত ৮ ফেব্রয়ারি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল স্বাক্ষরিত ৬১ সদস্য নিয়ে মুলাদী উপজেলা এবং ৪১ সদস্য নিয়ে মুলাদী পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

 

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, মুলাদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্যদলের কাউকে স্থান দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মী এলাকায় অবস্থান করতে না পারায় ঢাকায় অবস্থান করছে, এতে দোষের কিছু নাই। তবে সহযোগী সংগঠনের কেউ এই কমিটিতে অর্ন্তভূক্ত হয়ে থাকলে সংশোধন করে নতুন কমিটি দেওয়া হবে।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার