রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্মদিন উপলক্ষে বরিশালে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু হয়েছে । বরিশাল সরকারি বিএম ( ব্রজমোহন) কলেজ মাঠে , উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এই মেলার আয়োজন করে। মেলায় বই এর স্টলসহ ৩৪টি স্টল বসেছে। এছাড়াও রয়েছে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা।
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাংস্কৃতিক সংগঠক সাহান আরা বেগম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দিদারুল ইসলাম।
মেলায় প্রতিদিন সন্ধ্যায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরিশাল নিউজ/এমএম হাসান