
বরিশালে কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব-বরিশাল নিউজ
কবি জীবনানন্দ দাশকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করতে কবি’র ১১৯তম জন্মবার্ষিকী পালন করছে বরিশাল জেলা প্রশাসন। অশ্বিনী কুমার হলে বুধবার বিকাল পাঁচটায় তিনদিন ব্যাপী জীবনানন্দ উৎসব মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বরিশাল রেঞ্জ উপ -পুলিশ পরিদর্শক মোঃ আজাদ মিয়া, অনুষ্ঠান সমন্বয়কারী স্থানীয় সরকার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ,বরিশাল বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন আঃ হক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড, এস এম ইকবাল।
বরিশাল নিউজ/এমএম হাসান