January 2, 2023

বরিশালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ছাত্রসমাবেশ করেছে সংগঠনটি।

বরিশাল বিএনপি অফিসের সামনে মহানগর ও জেলা ছাত্রদল এই ছাত্রসমাবেশের আয়োজন করে।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় ছাত্রসমাবেশে প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহীন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারিক-আল-ইমরান, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান সহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদল সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সকলের অগ্রভাগে থাকবে।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার