বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীন ফোন ফোরজি চালু উপলক্ষে বরিশালে বণার্ঢ্য র্যালি করেছে। গ্রামীন ফোন লিমিটেডের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের সামনে থেকে বের হওয়া র্যালির নেতৃত্ব দেন গ্রামীন ফোন বরিশাল হেড অফ সার্কেল নাফিজ ইমতিয়াজ। এসময় উপস্থিত ছিলেন প্রগতি এজেন্সির পরিচালক একরামুল হুদা বাপ্পী ও আঞ্চলিক হেড হাসান আহমেদ তৌহিদ।
অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটর প্রগতি এজেন্সি।
বরিশাল নিউজ/এমএম হাসান