
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল নয়টায় প্রধান জামাত -বরিশাল নিউজ
বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার হিসেব অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা সব সময় রোজা ও ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপনের দিন-তারিখ বিশেষ করে আরব বিশ্বের সঙ্গে মিল থাকে।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ মমতাজিয়া জামে মসজিদে ঈদ জামাতে দোয়া -বরিশাল নিউজ

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ মমতাজিয়া জামে মসজিদে ঈদ জামাত শেষে কোলাকুলি -বরিশাল নিউজ
বরিশাল মহানগরীসহ জেলার অন্যান্য উপজেলায় এই অনুসারীদের প্রায় এক হাজার পরিবার আজ ঈদ পালন করেছে। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল নয়টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আবু জাফর।
বরিশাল নিউজ /এমএম হাসান