অপহরণের আটদিন পর জেলার গৌরনদী উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী অপহৃতাকে বুধবার রাতে যশোর কোতোয়ালী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী শোভন বিশ্বাসকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম জানান, গত ২৭ ফেব্র্বয়ারী বিকালে উপজেলার ইছাগুড়ি বাকাই গ্রামের বাবার বাড়িতে দেড় বছরের পুত্র সন্তানকে রেখে প্রবাসীর স্ত্রী বাজারের টেইলার্সে যান। পথ শোভন বিশ্বাসের নেতৃত্বে তাকে অপহরণ করা হয় । এ ব্যাপারে অপহৃতার মা বাদী হয়ে শোভন বিশ্বাসসহ চারজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা প্রবাসীর স্ত্রীকে উদ্ধার ও অপহরণকারী শোভন বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে গ্রেপ্তারকৃত শোভন বিশ্বাসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বরিশাল নিউজ/শামীম