চাকুরী জাতীয়করনের একদফা দাবিতে বরিশালের সিভিল কার্যালয় চত্ত্বরে অবস্থান এবং ধর্মঘট কর্মসূচী পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা।
নগরীর ভাটারখাল এলাকায় সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে সকাল নয়টা থেকে তারা অবস্থান নেন।
সমাবেশ শেষে একই দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনবারীরা জানান, গত ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত তিনদিন স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান এবং ধর্মঘট কর্মসূচী পালন করেন তারা। একই দাবিতে ২৩ জানুয়ারী সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে অবস্থান নিয়ে তারা ধর্মঘট কর্মসূচী পালন করেন। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২৪ জানুয়ারী এবং ২৫ জানুয়ারী স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
এরপরও সরকার দাবি মেনে না নিলে সারা দেশের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা আগামী ২৭ জানুয়ারি থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান এবং অনশনের ঘোষণা দিয়েছেন।
বরিশাল নিউজ/রাহাত