বরিশালের কাশিপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাসেল মল্লিক (১৮) নিহত হয়েছেন। এসময় বাসটি খাদে পড়ে কমপক্ষে ৫ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই অরবিন্দু বিশ্বাস জানান, বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
অন্যদিকে মেহেন্দীগঞ্জ পৌর এলাকার চরহোগলা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নান্টু খাঁ (৬৫) নামে এক বৃদ্ধ মাা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরএককরিয়া ইউনিয়নের কাছিরচর গ্রামের নান্টু খাঁ সড়ক পারাপারের সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বরিশার নিউজ/এমএম হাসান