February 12, 2023

বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর

 

ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স।

 

শামীম পাটোয়ারীর ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। পাশাপাশি নিশ্চিত করে দ্বিতীয় কোয়ালিফায়ার, আশা বাঁচিয়ে রাখে ফাইনালের।

 

রান তাড়া করতে নেমে শূন্যরানেই নাঈম শেখের উইকেট হারায় রংপুর। সাকিব আল হাসানের করা ইনিংসের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন নাঈম। মেইডেন উইকেট নেন সাকিব।

 

এরপর রনি তালুকদারের সঙ্গে এসে জুটি বাঁধেন শামীম হোসেন পাটোয়ারী। প্রথম ওভারটা দেখে পরের ওভার থেকেই মারমুখী ব্যাটিং শুরু করেন শামীম। চতুর্থ ওভারে প্রিটোরিয়াসকে দুই ছক্কা ও এক চার মেরে ১৭ রান তোলেন। পরের ওভারে রনিও হাত খোলেন। তিনি সাকিবকে এক চার ও এক ছক্কায় উড়িয়ে ১৫ রান তোলেন। ষষ্ঠ ওভারে মিরাজকে পেয়ে এক চার ও এক ছক্কায় ১৫ রান তোলেন শামীম। তাতে ৬ ওভার শেষে ১ উইকেটে রংপুরের রান দাঁড়ায় ৫৫।

 

অষ্টম ওভারে কামরুল ইসলাম রাব্বীর বলে আউট হন রনি তালুকদার। তিনি ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২৯ রান করে যান। চারে নামা নুরুল হাসান সোহানও শুরু থেকেই হাত খুলে মারতে চেষ্টা করেন। অবশ্য শামীম ছিলেন বেশি আগ্রাসী।

 

১১তম ওভারের শেষ বলে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন নুরুল। তিনি ১৩ বলে ৩ চারে ১৮ রান করে যান। তবে শামীম ঝড়ে ১২ ওভারেই রংপুরের রান ১০৮ ছাড়িয়ে যায়। শামীম ৪টি চার ও ৩ ছক্কায় ফিফটি পূরণ করেন ৩৬ বলে। তার ফিফটির পর নতুন সঙ্গী নিকোলাস পুরানকে নিয়ে রান তোলার গতি বেশ কিছুটা কমে যায়। ১৫তম ওভারে পুরান ৮ বলে ৫ রান করে ফেরার পর আবার মারতে শুরু করেন শামীম।

 

তবে তাকে থামান খালেদ আহমেদ। ১৭তম ওভারের চতুর্থ বলে খালেদকে উড়িয়ে মারতে গিয়ে সেই প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দেন এই উদীয়মান তারকা। তবে যাওয়ার আগে ৫১ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৭১ রানের দারুণ ইনিংস খেলে জয়ের পথ সুগম করে যান।

 

শামীমের পর ডোয়াইন ব্রাভোও দ্রুত ফিরেন ৩ বলে ২ রান করে। জয়ের বাকি কাজ সারেন দাসুন শানাকা ও মেহেদী হাসান। তারা দুজন ১৯তম ওভারে ১১ রান তুললে জয়ের জন্য শেষ ওভারে দরকার হয় ৮ রান। কামরুল ইসলাম রাব্বীর করা প্রথম বলে ১ রান নিয়ে মেহেদীকে স্ট্রাইক দেন শানাকা। মেহেদী পর পর দুই বলে দুই বাউন্ডার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন কোয়ালিফায়ার ও ফাইনাল খেলার সুযোগ।

 

ব্যাট হাতে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন শামীম হোসেন পাটোয়ারী।

বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্টার