বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন পুলে ‘আগুনমুখা’ নামে নতুন একটি বাস সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া আজ সোমবার, ২১ নভেম্বর বাসের উদ্বোধন করেন।
৩০ আসন বিশিষ্ট এই বাসটি সরকারি বাস সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি থেকে ক্রয় করা হয়েছে। যার দাম ৩৩ লাখ ৮০ হাজার টাকা ৷
পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, বাসটি ২ নং রুটে (নতুনবাজার টু বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী চলাচলের জন্য ব্যবহার করা হবে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমবে।
এর আগে গত ১২ ই এপ্রিল চিত্রা ও বৈকালী নামের দুটি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয় ৷
বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার