
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী শিক্ষক -বরিশাল নিউজ
উত্তাল মার্চ (ভাইস-চ্যান্সেলর একাদশ), বিজয় ৭১ (ট্রেজারার একাদশ), ভাষা ৫২ (ডিন, কলা ও মানবিক অনুষদ একাদশ) এবং স্বাধীনতা ৭১ (ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ একাদশ) নামে শিক্ষকদের চারটি টিমের মধ্যে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার বিকালে স্বাধীনতা কাপ নামের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক।
উদ্বোধনী পর্বের খেলা উত্তাল মার্চ (ভাইস-চ্যান্সেলর একাদশ) বনাম ভাষা ৫২ (ডিন, কলা ও মানবিক অনুষদ একাদশ) এর মধ্যে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ।
বরিশাল নিউজ /প্রেস রিলিজ