বর্ণাঢ্য আয়োজনে ম্যানেজমেন্ট ডে পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনারটি শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষনীয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে ম্যানেজমেন্ট বিভাগ যাত্রা শুরু করে। আটশ এর মতো শিক্ষার্থী বিভাগটি সফলতার সাথে এগিয়ে চলছে। সাত বছরে পা দিয়ে এবারই প্রথম আয়োজন করা হলো ম্যানেজমেন্ট ডে।
ম্যানেজমেন্ট বিভাগের সপ্তম বছরে পদার্পন উপলক্ষে নানান আয়োজনে ক্যাম্পাস ছিল মুখরিত। র্যালিতে অংশ নেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও।
ম্যানেজমেন্ট বিভাগে চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন বরিশাল নিউজকে বলেন,জীবনের সব ক্ষেত্রে ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। তাই এই বিভাগের ছেলেমেয়েরা একাডেমিক শিক্ষাকে দারুন উপভোগ করে ।
বি.বি.এ কমপ্লিশন এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার, ছবি প্রদর্শনী,নবীনবরণ এবং স্থানীয় ও ঢাকার শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে ।
বরিশাল নিউজ/এমএম হাসান