সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা রবিবার আন্দোলন অংশ নিয়েছেন। সরকারী চাকুরিতে কোটা পদ্ধতি সংষ্কার করে ৫৬ ভাগ থেকে ১০ভাগে নামিয়ে আনা সহ ৫ দফা দাবি তাদের । দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্ত্বরেও এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফেরদৌস হোসেন, রাস্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আলআমিন এবং অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জহির্বল ইসলাম সহ অন্যান্যরা।