
পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হবার ঘটনায় সংবাদ সম্মেলনে বক্তব্য লাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত কমিশনার) মো. মাহফুজুর রহমান-বরিশাল নিউজ
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে মেট্রোপলিটন ডিবি পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে রবিবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত কমিশনার) মো. মাহফুজুর রহমান জানান, নিহত ডাকাত সদস্যের নাম আবুল কাসেম। বাড়ি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রিপুর। কাসেমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষন সহ সাতটি মামলা রয়েছে ।
বন্দুক যুদ্ধের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে পুলিশের প্রতি আক্রমন,হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউনিয়া থানায় তিনটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে।
বরিশাল নিউজ/এমএম হাসান