
খেজুর গাছে বজ্রপাত-বরিশাল নিউজ
নগরীর উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকার শেখ বাড়ির সামনে বজ্রপাতে একটি খেজুর গাছ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ঝড়ো বাতাসের মধ্যে একাধিবার বজ্রপাতের আওয়াজের পর পরই শেখ বাড়ির সামনের খেজুর গাছটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।গাছে আগুন দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আতঙ্কিত হয়ে পরেন। আগুনে খেজুর গাছের ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে গেলেও অন্যকোন ক্ষতি হয়নি।
বরিশাল নিউজ/শামীম