বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে রবিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ।
বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ঠিকাদারী বিল পরিশোধের অনুমোদন দেয়ার খবরে শুক্রবার সন্ধ্যা থেকে তারা আন্দোলন শুরু করেন। তারা বলেন,বেতন পরিশোধ না করে ঠিকাদারের বিল পরিশোধ করার উদ্যোগ নেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, গত পাঁচ মাস ধরে প্রায় এক হাজার ৪শ’ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে।
এদিকে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. ইসরাইল হোসেন বলেছেন, গত মাসেও কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে। তাদের দাবি যৌক্তিক। কর্তৃপক্ষ দ্র্বত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিসিসি সচিব।
বরিশাল নিউজ/রাহাত