ফেসবুকের সাহায্য নিয়ে এইচএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের লোভ দেখিয়ে অর্থসংগ্রহকারী সৈকত মৃধাকে আটক করেছে র্যাব।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে খবর পেয়ে বরিশাল র্যাব-৮ সিপিএসসির একটি দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন ডাবের কোল চৌরাস্তা বাজারের চাররাস্তার মোড়ে অভিযান চালিয়ে সৈকত মৃধাকে আটক করে। ওইসময় তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি আছে। ফেসবুকে ‘‘নীল আকাশ” নামে ফেইক আইডির মাধ্যমে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রির জন্য নিজের মোবাইল নম্বর লিখে স্ট্যাটাস দেয়।
তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেক শিক্ষার্থী প্রলোভনে পড়ে মোটা অংকের টাকার বিনিময় ওইসব প্রশ্নপত্র ক্রয় করতে উদ্বুদ্ধ হয়। এভাবে সৈকত শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশসহ বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
বরিশাল নিউজ/প্রেসবিজ্ঞপ্তি