November 25, 2022

ফখরুলসহ বিএনপির নেতারা প্রলাপ বকছেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা পাগলের প্রলাপ বকছেন।

আজ শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরো বলেন, গতকাল বৃহস্পতিবার যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের প্রতি আস্থাশীল। অথচ বিএনপির নেতারা বানোয়াট তথ্য উপস্থাপন ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে নীতি-বিবর্জিত রাজনীতি ও সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে সভা-সমাবেশ করছে, আবার সরকার বাধা দিচ্ছে বলে মিথ্যা অভিযোগ তুলে তাদের বিদেশি প্রভুদের কাছে রাজনৈতিক অনুকম্পা প্রার্থনা করছে। বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিএনপির নেতারা প্রতিদিন সমাবেশের নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারছে, গণমাধ্যমে বাকস্বাধীনতা আছে বলেই মিডিয়াবাজির রাজনীতি চালিয়ে যেতে পারছে। প্রকৃতপক্ষে এ দেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি।

বরিশালনিউজ/ ডেস্ক নিউজ