নারী বিষয়ক সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন বরিশালের সাংবাদিক মর্জিনা বেগম। এই পদক পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় সংগঠটির সভাপতি নজরুল বিশ্বাস এর সভাপতিত্বে সাবেক কোষাধ্যক্ষ মিথুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক কামাল মাসুদুর রহমান, মুক্তিযোদ্বা নূরুল আলম ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুক কামাল, সাবেক সভাপতি মোহাম্মদ আলী জসিম, সাবেক সাধারন সম্পাদক কামরুল আহসান, সাংবাদিক শামিম হোসেন আলাল সহ অন্যান্যরা।
উল্লেখ্য বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে প্রেস কাউন্সিল পদক-২০১৮তে ‘নারী বিষয়ক সাংবাদিকতায়’ বরিশালের সাংবাদিক মর্জিনা বেগম চলতি বছর এই পদক প্রাপ্ত হন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে এই পদক প্রদান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ খান ।