প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওয়াহেদুল ইসলাম ইমন নামের এক কলেজ ছাত্রকে আটকের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইমন জেলার মুলাদী উপজেলার সফিপুর গ্রামের বাসিন্দা। সে হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মুলাদী থানার ওসি মোঃ মতিউর রহমান জানান, শনিবার সকাল ৯টা ৪১ মিনিটে ইমনের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে এসএসসি পরীক্ষার উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে। এরপর থেকে সে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে তা ছড়িয়ে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ মোবাইল ফোনসহ ইমনকে আটক করে। পরববর্তীতে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র হুবাহুব মিল থাকায় তাকে আটক করা হয়। এ ঘটনায় সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র পরিদর্শক মীর্জা মোঃ জাকির হোসেন ওইদিন রাতে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বরিশাল নিউজ/এমএম হাসান