March 8, 2023

প্রতিটি জায়গা হোক নারীর জন্য সম্মানের

 

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন ১৫ হাজার নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেয় এ দিনটি।

 

তবে এখন আর প্রতিবাদের দিন হিসেবে নয় বরং  বেশিরভাগ দেশেই দিনটি পালিত হচ্ছে উদযাপনের দিন হিসেবে। এই দিনে নারীদের স্বীকৃতি দেওয়া হয় তাদের কর্মক্ষেত্রে। তুলে ধরা হয় তাদের অবদান। জানানো হয় সম্মান।

 

এবছর অর্থাৎ ২০২৩ সালে‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে দিনটি।

 

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই স্লোগান নিয়ে দিবসটি পালনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

নগর ভবনের সামনে বেলুন-ফেসটুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার