ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে। তিনি দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। ক্যাম্পাসে গিয়ে প্রথমে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি চবির শহীদ আব্দুর রব হলের মাঠে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
নিরাপত্তার বিষয়ে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমনে আমরা ক্যাম্পাসে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। ক্যাম্পাসের ভিতরে অতিরিক্ত ৭০০ পুলিশসহ গোয়েন্দা বিভাগের বিভিন্ন কর্মকর্তারা মোতায়েন রয়েছে। ভিভিআইপি অবস্থানকালে কোনো শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে আইডি কার্ড ছাড়া চলাফেরা করতে পারবে না।