সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি বাতিল করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারীর দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র শফিকুল ইসলাম। বক্তৃতা করেন আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী তনুশ্রী রায়, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বিথীনা এনাম সহ অন্যরা।
তারা বলেন, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারীর জন্য ৭ মে পর্যন- সময় বেঁধে দেওয়া হয়েছিলো। শিক্ষার্থীরা একমাস অপেক্ষা করার পরও প্রজ্ঞাপন জারী না হওয়ায় তারা একই দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা আরো বলেন, যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারী না হবে ততদিন পর্যন্ত তারা শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবেন।
বরিশাল নিউজ/এমএম হাসান