বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে রবি ফসল উন্নয়নে দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর এলাকায় কান্দি পদ্বতিতে সবজি, ফল, এর পাশাপাশি একই জমিতে মাছ চাষ ও হাঁস পালন করে কিভাবে সফলতা অর্জন করা যায় তার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে কৃষকের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন উর্ধ্বতন কর্মকর্তা ড. আলিমুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের (গাজীপুর) পরিচালক মোঃ শোয়েব হাসান। প্রধান অতিথি বলেন পিরোজপুর জেলার নিচু এলাকায় বছরের বেশিরভাগ সময় পানিতে প্লাবিত থাকে। এছাড়াও এখানে পেয়ারা চাষের উপযোগী হওয়ায় স্থানীয় কৃষকরা পেয়ারা চাষের দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু যে পরিমান জমিতে বছরের মাত্র একটি সময় পেয়ারার ফলন পায় তার বিপরীতে একই জমিতে কান্দি/সর্জান পদ্ধতিতে কৃষি আবাদ করলে বছরে দ্ধিগুন ফলন পাওয়া যায় এবং কৃষকও আর্থিক ভাবে স্বাবলম্বী হবে বলেন তিনি।
বরিশাল নিউজ/শামীম