ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ভয়ে নদীতে ঝাপিয়ে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ডে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নোমান একই উপজেলার চরখলিফা ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার কালাম বেপারীর ছেলে। নোমান পাতারখাল মাছঘাঠে কাজ করতেন।
বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন- দৌলতখান থানার কনস্টেবল রাসেল ও সজিব।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে জুয়া খেলছিল। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দেয়। এ সময় নোমান নিখোঁজ হন। পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জুয়া খেলছিল বেশ কয়েকজন। এ সময় পুলিশকে দেখে তারা দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
বরিশালনিউজ/ ভোলা