বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাতা ফাঁদে ধরা পরেছে কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান। এক স্কুলছাত্রীকে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পেয়ে ওই ফাঁদ পাতে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে একটি অভিযোগ আসে, যেখানে অভিভাবকরা দাবি করেন- তাদের মেয়ের মোবাইলে কেউ একজন অশ্লীল মেসেজ পাঠায় এবং টাকা দাবি করে। এ ঘটনায় আমরা তদন্তে নামি। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তিটি যখন বিকাশ নাম্বারে টাকা চায়, তখন সেই নাম্বারে টাকা পাঠিয়ে আমরা অজ্ঞাত ওই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালাই। এরপর অভিযোগকারী এবং অভিযুক্তর মোবাইল ফোন যাচাই করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়।
গ্রেফতার হওয়া এই এসআই মেহেদী হাসানসহ থানার অপর এসআই ইব্রাহিম খলিলকে পর্যটকদের আটকে ঘুস নেওয়ার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
এর আগে গত ১৫ অক্টোবর এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় কোতোয়ালি মডেল থানার এসআই আবুল বাশারকে গ্রেফতার করা হয়।
বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার