
বরিশালে ডিবিসি নিউজ চ্যানেল ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচারেরর দাবিতে কালো পতাকা প্রদর্শন-বরিশাল নিউজ
নগরীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে শুক্রবার এই কর্মসূচি পালিত হয়।
এডিটরস্ কাউন্সিল বরিশাল শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিবের সভাপতিত্বে কালো পতাকা প্রদর্শন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীর,সাধারন সম্পাদক আখতার ফারুক শাহিন,ইন্ডেপেন্ডেট টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ,স্থানীয় দৈনিক পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ অন্যান্যরা।
এসময় তারা বলেন ‘আমাদের সাথে পুলিশের কোন বৈরতা নেই,আমরা অভিযুক্ত ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছি।’
তারা আরো বলেন,বরিশালের সাংবাদিক সমাজ কোন লোক দেখানো বিচার দেখতে চায়না। তাদেরকে চাকুরীচ্যুত করার দাবি জানান তারা।
বরিশাল নিউজ/শামীম