November 20, 2022

পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনতাই

ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।  এই দুইজন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম।

 তারা প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার আসামী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ রবিবার, ২০ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে শুনানির দিন ধার্য ছিল। আসামি ২০ জন। তাদের মধ্যে দুই আসামি জামিনে আছেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন ২০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। এর পর আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকে আসলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশকে মারধরও করে তারা। এতে পুলিশ সদস্য নুরে আজাদ আহত হন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চারজন গাড়িচালকও এসেছিলেন পুলিশকে সাহায্য করতে। তাদের ওপরও স্প্রে নিক্ষেপ করে জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শী শিপলু বলেন, ‘প্রতিদিন সকাল ৮টার দিকে স্যারকে (আইনজীবী) উত্তরা থেকে নিয়ে আসি। এর পর আর কোনো কাজ থাকে না। আদালতের সামনেই বসে ছিলাম। হঠাৎ দেখি হট্টগোল। দেখি কয়েক ব্যক্তি পুলিশের চোখে স্প্রে মারছে। হাতকড়া পড়া চার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আহত হয়েও দুজনকে আটক করে পুলিশ। তবে, অপর দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।’

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরিশালনিউজ/ ডেস্ক নিউজ