বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার উপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সালাম সিকদারকে প্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বরিশালের পুলিশ সুপার মেঃ সাইফুল ইসলাম তার কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে বলেন , গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে পূর্ব শত্র্বতার জের ধরে বিএনপির সাবেক সদস্য সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। এসময় গুলি চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা চালায় তারা। এই ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদি হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারী সালাম সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে বাকেরগঞ্জে তার বসতঘর থেকে পিস্তল, একরাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
বরিশাল নিউজ/রাহাত