বরিশাল নগরীর সিএন্ডবি রোড বৈদ্যপাড়া মোড় এলাকায় এক ট্রাফিক সার্জেন্টের মালিকানাধীন একটি পাজেরো জীপ ভাংচুর এবং চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে র্যাব-১৪তে কর্মরত সৈনিক হোসাইনের বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনার পর ট্রাফিক পুলিশ কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য সৈনিক হোসাইনের মোটর সাইকেলটি (নম্বর : বরিশাল-হ-১২-৪৬০০) আটক করেছে। সৈনিক হোসাইন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল মেট্রো পুলিশের ট্রাফিক সার্জেন্ট ইজাজ জানান, সৈনিক হোসাইন দুপুরে একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল নিয়ে চৌমাথা থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন। সিএন্ডবি রোডের বৈদ্যপাড়া মোড় অতিক্রমকালে তার মোটর সাইকেলের সাথে ট্রাফিক পরিদর্শক হাবিবের মালিকানাধীন পাজোরে জীপের ঘষা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সৈনিক হোসাইন মোটর সাইকেল থেকে নেমে পাজেরো জীপের দুই পাশের লুকিং গ্লাস ভেঙ্গে ফেলে এবং চালক তুহিন খন্দকারকে মারধর সহ তার জামা কাপড় ছিড়ে ফেলে।
খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি আটক করে বলে জানান সার্জেন্ট ইজাজ।
বরিশাল নিউজ/এমএম হাসান