বরিশাল নিউজ ডেস্ক।।পল্লী কবি জসীম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ ১ জানুয়ারি। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। ‘ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’– এমন কবিতায় আজও সবার কাছে প্রিয় এই কবি।
জসীম উদ্দীন, ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহন করেন। পুরো নাম মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত। নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কবির শ্রেষ্ঠ দুইটি রচনা। জসীম উদ্ দীনের কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।