পটুয়াখালী নিউজ।। পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে পানিতে ডুবে মামুন খলিফা (৩৮) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। মামুন খলিফা উপজেলার নীলগঞ্জ আবাসনের বাসিন্দা। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।
কলাপাড়া থানার এসআই মো.আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে মামুন কাজ শেষে আবাসনের সামনে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুজি করে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।