পটুয়াখালী–কুয়াকাটা সড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন নারী।
সড়কের শরিফবাড়ী বাসস্টান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার,২২ জুলাই এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইমরুল কায়েস (২৪) ও মাইক্রোবাস চালক মাহবুব হাওলাদার (২৭)। ইমরুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত নারী যাত্রীর নাম আকলিমা।
আকলিমা বলেন, একটি অ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমি পেছনে ছিলাম। গ্লাস খোলা থাকায় বের হতে পেরেছি। ইমরুল সামনে চালকের পাশের সিটে ছিলেন। তারা আর বের হতে পারেনি। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনকভাবে বের করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।
পটুয়াখালী ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মো হেলাল উদ্দিন জানান, কলাপাড়া উপজেলা থেকে বরিশাল যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে একটি অ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বরিশাল নিউজ/ পটুয়াখালী