March 2, 2023

পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঠালতলী নামক স্থানে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বরগুনা জেলা পুলিশের বিশেষ (ওয়ার) শাখার ওসি ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে সকালে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

 

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বা‌কেরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বরগুনা ডিএসবি অফিসে যাচ্ছিলেন এসআই নজরুল।

 

বরগুনা পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হানিফ পরিবহনের গাড়িটি চালক-হেলপারসহ বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

বরিশাল নিউজ/ বরগুনা