স্কুল ছাত্র আবীর ও সালেহ এবং কলেজ ছাত্রী সাথী হত্যাকান্ডের বিচার এবং বস্তিবাসী ভূমিহীনদের সন্ত্রানদের স্কুল-কলেজের বেতন মওকুফ সহ বিভিন্ন দাবি জানিয়ে বরিশালে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
জেলা ছাত্র সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রবিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসিবুল ইসলাম, মতিউর রহমান রিমন, সাইফুল ইসলাম খান ও জোহরা বেগম প্রমুখ।